বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:১০

অপহরণের শিকার এক ছাত্রী উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপরিচিত একটি কল আসে কিছুদিন আগে মোবাইল ফোনে এক মাদ্রাসা ছাত্রীর । স্বাভাবিক আগ্রহ বা কৌতুহল থেকেই কথোপকথন শুরু হয় কিশোরীর। আর এই ঘটনা সিরাজগঞ্জে।
ওপর প্রান্তের যুবক পরিচয়ের কদিন পর থেকেই প্রেমের প্রস্তাব দেয় কিশোরীকে। তবে কিশোরীর সায় ছিলোনা সম্পর্কে জড়াবার। এরপরেও যুবক চাপ দিতে থাকলে কৌশলে কথা বলা বন্ধ করে কিশোরী। এবার ক্ষেপে যায় যুবক এবং অপহরণের পরিকল্পনা করে মাদ্রাসা পড়ুয়া সেই ছাত্রীকে। যুবকের পরিকল্পনায় মাদ্রাসা যাবার পথে অপহরণ হয় কিশোরী এবং প্রেমের ফাঁদে ফেলে অপহরণকরা মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মুন্নাফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিস) জনাব, জন রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।
গ্রেপ্তারকৃত মুন্নাফ সিদ্দিকীর গ্রামের বাড়ি একই জেলার উল্লাপাড়া উপজেলার নলকা গ্রামে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই মাস আগে মোবাইল ফোনে আব্দুল মুন্নাফের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর। এরপর থেকেই আব্দুল মুন্নাফ ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। ওই ছাত্রী প্রস্তাবে রাজি হচ্ছিল না। দুই দিন আগে ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়ার সময় তাকে অপহরণ করে আব্দুল মুন্নাফ।
পরে মেয়েটির পরিবারের সদস্যরা দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পরে র‌্যাব সদস্যরা মঙ্গলবার ভোরে সলঙ্গা নলকা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মুন্নাফকে গ্রেপ্তার করে। র‍্যাব জানিয়েছে, আইনি প্রক্রিয়া চলছে, ভিকটিমকে পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে। আসামিকে দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।