মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:৫৯

গ্রাম পুলিশ পেলো বাইসাইকেল, নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে নেত্রকোনার পূর্বধলা উপজেলায়।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বরে ১১টি ইউনিয়নের ৯১ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়। উপজেলার সব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যাদের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ ও সহকারী কমিশনার (ভুমি) নাসরিন বেগম সেতু প্রমুখ।
বাইসাইকেল পেয়ে জারিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সুলতান আহমেদ বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”