ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কৃষককে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে বাগেরহাটে জমি নিয়ে বিরোধে। শনিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে শরণখোলা উপজেলা সদরের চার রাস্তার মোড়ে মল্লিক বাড়ির সামনে সুমন হালাদার (৩৫) নামে এক কৃষকের ওপর হামলা চালানো হয়।
কৃষকের হাত ও পা ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারী দল। ওই কৃষককে উদ্ধার করে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সুমন হাওলাদার বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার উত্তর তাফাল বাড়ি গ্রামের আব্দুল হাওলাদারের ছেলে। পেশায় সে কৃষক বলে জানা যায়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.নাদিয়া নওরীন তাসনোভা জানান, রক্তাক্ত জখম অবস্থায় সুুমন হাওলাদারকে চিকিৎসার জন্য তার স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার দুই হাত এবং বাম পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. সাইদুর রহমান জানান, সুমন হাওলাদারের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরে তার হাত ও পা কুপিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে ছুটে যায় এবং যারা ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করতে অভিযান চালাচ্ছে পুলিশ।