ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পলিথিনে মোড়ানো রাজধানীর নয়াপল্টনে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে পল্টন থানাধীন নয়া পল্টনে নির্মাণাধীন এক ভবনের পাশের পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পল্টন থানার এসআই মো. বোরহান মিয়া বলেন, বিকেল সাড়ে ৩টায় ৯৯৯ থেকে খবর পেয়ে ওই নবজাতক উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পৌনে পাঁচটায় লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ওই ছেলে নবজাতকটি মাতৃগর্ভের পাঁচ মাস বয়সী বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা নবজাতকটিকে ফেলে যায়, তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।