ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়িতে এসে বগুড়ার শেরপুরে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবার জানিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত মোছা. রহিমা খাতুন (২০) উপজেলার কুসুম্বী ইউনিয়নের চণ্ডেশ্বর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
শেরপুর থানার ওসি জনাব, শহিদুল ইসলাম বলেন, লাশ বগুড়ায় হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তদন্তের পরই বলা যাবে। এ ঘটনায় বগুড়া সদর থানার পুলিশ আইনি ব্যবস্থা নেবে।