ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে (১১) নেত্রকোনার দুর্গাপুরে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ জানুয়ারী) সকালে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের দুবরাজপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
পরে শুক্রবার রাতেই ওই ছাত্রীর মা আব্দুর রাজ্জাককে (৫৫) অভিযুক্ত করে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর এলাকাবাসী ওইদিন আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশে তুলে দেয়। তিনি বারহাট্টা উপজেলার চাকুয়া গ্রামের মৃত হাসু শেখের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, আব্দুর রাজ্জাক ওই এলাকার গনি মাহমুদ সরকার উচ্চ বিদ্যালয়ের নতুন বিল্ডিং নির্মানের মালামাল পাহারাদারের দায়িত্ব পালন করত। প্রায় ২ মাস আগে ওই শিক্ষার্থীর দাদী আব্দুর রাজ্জাকের নিকট শাবল বানানোর জন্য লোহার রড দিবেন মর্মে গাছের জাম্বুরা বিক্রি করেন।
শুক্রবার সকাল ১০টার দিকে দোকান থেকে ওই শিক্ষার্থী চানাচুর কিনে বাড়ী যাওয়ার পথে আব্দুর রাজ্জাক তাঁকে ডাক দিয়ে তার দাদীর জন্য লোহার রড নিতে বিদ্যালয়ের পুরাতন বিল্ডিং-এর রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়।
এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে আব্দুর রাজ্জাক তাকে ছেড়ে দেয়। এরপর সে বাসায় এসে কান্নাকাটি করে বিষয়টি তার পরিবার ও স্থানীয়দের জানায়। স্থানীয়রা আব্দুর রাজ্জাককে মারধর করে দুর্গাপুর থানা পুলিশের হাতে তুলে দেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি জনাব, শাহনুর-এ আলম বলেন, এ বিষয়ে থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে। অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”