ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৮টি ইউনিয়নে পঞ্চমধাপে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা জেলার মদন উপজেলায়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩টি ইউনিয়নে আওয়ামী লীগ এবং ৫টি ইউনিয়নে সতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
মদনে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, কাইটাইল ইউনিয়নে সাফায়াত উল্লাহ রয়েল (নৌকা), মদন ইউনিয়নে মো. খায়রুল ইসলাম (নৌকা), ত্রিয়শ্রী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান মাস্টার (নৌকা), ফতেপুর ইউনিয়নে সামিউল হায়দার সফি (চশমা), চানগাঁও ইউনিয়নে মো. নুরুল আলম তালুকদার (আনারস), নায়েকপুর ইউনিয়নে মো. হাবিবুর রহমান (চশমা), মাঘান ইউনিয়নে মো. জহিরুল ইসলাম মাসুদ (আনারস), গোবিন্দশ্রী ইউনিয়নে মো. মাইদুল ইসলাম খান (ঘোড়া)। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হামিদ ইকবাল
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”