বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৫৮

লাশ উদ্ধার নেত্রকোনার কলমাকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুইজনের মরদেহ উদ্ধার করেছে নেত্রকোনার কলমাকান্দায় পুলিশ। মঙ্গলবার (৪ জানুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলা সদর ও লেঙ্গুরা ইউনিয়ন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছে উপজেলার সদর ইউনিয়নের চকপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে আব্দুল গফুর (৩৫)। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি পশ্চিম বাজারের একটি ২য় তলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
এছাড়াও উপজেলার লেংগুরা ইউনিয়নের গৌরীপুর এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো: আব্দুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, উপজেলার সদরের পশ্চিম বাজারের একটি বিল্ডিং এর ২য় তলার ছাদে রাজমিস্ত্রির কাজ করছিলেন আব্দুল গফুর। এসময় অসাবধানতাবশত হঠাৎ বিল্ডিং এর ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মৌসুমী করিম মৌরি তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে উপজেলার লেংগুরা ইউনিয়নের গৌরীপুর এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার কারন জানতে পারেনি পুলিশ।
মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”