ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নাতির দায়ের কোপে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা দাদির মর্মান্তিক মৃত্যু্র ঘটনা ঘটেছে। রবিবার দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরশহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত বৃদ্ধা হলো মৃত রশিদ খাঁর স্ত্রী জোহরা খাতুন (৭৫)। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্ষের আবাসিক মেডিকেল অফিসার শ্যামল ভৌমিক বলেন, নিহতের মাথায় দায়ের কোপ ছিল। শরীরেও আঘাত ছিল। ব্রেইনে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
কসবা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জনাব, নাহিদ হাসান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখছি। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া পাঠানো হবে।