ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে বগুড়ায় শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক মারা গেছে।
বুধবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদরের ঠেঙ্গামারা নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহত শফিকুল ইসলাম নীলফামারী জেলার ডিমলা উপজেলার নওতারা গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
নিহতের বড় ভাই শহিদুল ইসলাম জানান, তারা দুই ভাই কাজের উদ্দ্যেশে নীলফামারী থেকে কুমিল্লা গামী তাসিন পরিবহনের একটি বাসে রওনা দেন। বাসটি বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় পৌছুলে শফিকুল চলন্ত বাসের জানালা দিয়ে লাফ দিয়ে মহাসড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
এসময় হাইওয়ে টহল পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের বড় ভাই এর দাবী শফিকুল মানসিক প্রতিবন্ধি ছিলেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন বলেন মৃতদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।