বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:৩০

মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন মালদ্বীপের ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে।
মাননীয় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব জনাব, ইহসানুল করিমের বরাতে বাসস জানিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় সোমবার বেলা ১টায় মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে।
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর আমন্ত্রণে গত বুধবার ছয় দিনের সরকারি সফরে মালদ্বীপ যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।