ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রাবাড়ীর রায়েরবাগের সুমি আক্তারের বোন স্বপ্না আক্তার জানান, পাঁচ বছর আগে বিয়ে করার পর থেকেই তার বোন সুমিকে যৌতুকের টাকার জন্য মারধর করতেন তার স্বামী আর এই ঘটনা রাজধানীতে গত মঙ্গলবারের এবং তিনি নির্যাতন সহ্য না করতে পেরে মঙ্গলবার গলায় ফাঁস দেন। দুই কন্যাসন্তানের মা সুমি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাইচা গ্রামের মৃত আসাদুল্লার মেয়ে। যাত্রাবাড়ী থানার এসআই জুয়েল হোসেন খান বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।