বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ হানি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে প্রাণ হারিয়েছেন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে।
শনিবার রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ ও গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের গোলাই গ্রামের আবদুস সালাম (৬০) এবং তার ছেলে মো. ইব্রাহিম (৩৫ )
গোদাগাড়ী থানার ওসি জনাব, কামরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন ইব্রাহিম ও তার বাবা। বিজয়নগরে একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবদুস সালাম মারা যান। আর ইব্রাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পর রাত পৌনে ৩টার দিকে মারা যান। এ নিয়ে থানায় একটি মামলা হবে বলেও জানান ওসি।