ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ড্রাম ট্রাকের নিচে পড়ে নেত্রকোনার কলমাকান্দায় এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার বিকালে কলমাকান্দা ঠাকুরাকোণা সড়কের বাহাদুরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোরসালিন (১০) কলমাকান্দা সদর ইউনিয়নের মাইজ পাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে মাইজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে মোরসালিন বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছিল কলমাকান্দা (ডেইট্টখালি) বাস স্টেন্ড সংলগ্ন কয়লা ডিপোতে। যাওয়ার পথে বাহাদুর কান্দা এলাকায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসেন লিংকন মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি তদন্ত মোঃ হাবিবুল্লাহ খান জানান, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”