মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:২৪

গলা কাটা লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আল-আমিন তুষার (২৫) নামের এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ আর এই ঘটনা ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে। নিহত আল-আমিন খোলামোড়া এলাকার হাজী এনামুল হক বোচা মিয়ার ছেলে। সে স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ শাক্তা ইউনিয়নের নাগদা ঘোষপাড়ায় কাইয়ুম হাজীর বাড়িতে বসবাস করতেন।
বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শাক্তা ইউনিয়নের ভাড়ালিয়া করিমখালি খালের উত্তর পাশে একটি পরিত্যক্ত ভিটা থেকে পুলিশ আল-আমিনের লাশ উদ্ধার করে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই আব্দুল হামিদ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে সে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরে বুধবার বিকেলে তার লাশ পাওয়া যায়। এ সময় লাশের গলায় ছুরিকাঘাত ও মাথায় বেশ কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবু ছালাম মিয়া জানান, বিকেলে এলাকাবাসীর মাধ্যমে লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় লাশ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।