রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:২৬

পালিত হলো দুর্গাপুর মুক্ত দিবস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হলো দুর্গাপুর মুক্ত দিবস সোমবার (৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বস্থরের অংশগ্রহনে এই কর্মসূচী পালিত হয়।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। এসময় মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) জনাব, মো. আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জনাব, সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি জনাব, এস এম রফিকুল ইসলাম রফিক, ওসি জনাব, শাহনুর এ আলম, উপজেলা আওয়ামীলীগ সদস্য বিপ্লব মজুমদার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা সশস্ত্র রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুরকে মুক্ত করে। আমরা তাঁদের শ্রদ্ধাভরে স্মরন করছি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”