মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:২৯

হোটেল থেকে লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি আবাসিক হোটেল থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা কক্সবাজার সাগর পাড়ের। শনিবার ৪ ডিসেম্বর একটি হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মৃত পর্যটক সঞ্জয় কুমার সরকার (২৮) সিরাজগঞ্জ রায়পুরের বাঘাবতী এলাকার অজয় সরকারের ছেলে। হোটেলে থাকা তার নারী সঙ্গী (১৮) পুলিশকে বলেছেন গলায় ফাঁস লাগিয়ে সঞ্জয় আত্মহত্যা করেছেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. মহিউদ্দীন আহমেদ জানান, আত্মহত্যার খবর পেয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা সঙ্গীকে জিজ্ঞাসাবাদের জন্য ট্যুরিস্ট পুলিশ হেফাজতে আনা হয়। সঞ্জয় স্ত্রী-কন্যা রেখে অন্যজনের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন বলে পুলিশকে জানিয়েছে নিহতের পরিবার।