রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:২৫

চুরির ঘটনায় দুই ব্যবসায়ী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চুরি যাওয়া ২৪২ বস্তা চাউল পাবনার চাটমোহর ও আটঘরিয়া থেকে জব্দ করেছে পুলিশ আর এই ঘটনা নওগাঁর মহাদেবপুরে। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মহাদেবপুর থানা পুলিশ শনিবার সকালে চাটমোহর থানা পুলিশের সহায়তায় চাউল জব্দ ও দুইজনকে আটক করে।
অভিযানে নেতৃত্ব দেয়া মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এবং দায়ের করা অভিযোগের বরাত দিয়ে বলেন, মহাদেবপুরের ভাই ভাই রাইস এজেন্সি থেকে ২৮০ বস্তা চাউল নিয়ে একটি ট্রাক ফেনীর উদ্দেশ্যে রওনা হয় গত ১ ডিসেম্বর। কিন্তু সে চাউল আর গন্তব্যে পৌঁছায়নি। চাউল মিল মালিক মহাদেবপুরের আবু নাসিম মশিউর রহমান খোঁজ নিয়ে জানতে পারেন, ট্রাকচালক তাঁর চাউল পাবনার আটঘরিয়ায় বিক্রি করে পালিয়েছে।
এ ঘটনায় তিনি মহাদেবপুর থানায় মামলা করেন। সেই মামলার তদন্তের সূত্র ধরে মহাদেবপুর থানা পুলিশ শনিবার সকালে চাটমোহর থানা পুলিশের সহায়তায় চাটমোহর ও আটঘরিয়ায় অভিযান চালায়। এ সময়
গোডাউন থেকে ২৪২ বস্তা চাউল জব্দ করা হয় আর আটক করা হয় দুই চাউল ব্যবসায়ীকে। বাকি ৩৮ বস্তা চাউলের সন্ধান মেলেনি। আটকের পর দুপুরেই তাদেরকে মহাদেবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পলাতক ট্রাকচালককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।