ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ৪৭ ভরি স্বর্ণ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এবং এ সময় তিন রোহিঙ্গাকে আটক করা হয়।
বুধবার (১ ডিসেম্বর) দুপুরে উখিয়ার বালুখালী ক্যাম্প পানবাজার এলাকা এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব, কামরান হোসেন।
আটক তিন রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।