বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:৫৯

ফাঁসিতে ঝুলে এক তরুণীর আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফাঁসিতে ঝুলে এক তরুণী আত্মহনন করেছে বলে জানা গেছে আর এই ঘটনা কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে।
বুধবার (১ ডিসেম্বর) ভোর রাতে ওই ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকার ডুলাফকিরের রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আত্নহননকারী তরুণীর নাম সুমাইয়া আক্তার (১৯)। সে ওই এলাকার রমজান আলীর কন্যা।
সুমাইয়ার পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে সুমাইয়া বসতঘরের শয়নকক্ষে গলায় দড়ি বেঁধে ঘরের চালার বীমের সাথে ঝুলে আত্মহত্যা করে।
ওয়ার্ড মেম্বার সাহাব উদ্দিন জানান, মাস তিনেক আগে খালাত ভাইয়ের সাথে পারিবারিকভাবে ওই তরুণীর বিয়ে ঠিক হয়। তরুণীর সম্মতি ছিলনা এ বিয়েতে। হয়ত সে কারণে তরুণী আত্মহননের পথ বেছে নিয়ে থাকতে পারে।
ঈদগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরীর প্রক্রিয়া চালাচ্ছিল। ঘটনাস্থলে উপস্থিত এসআই মিরাজ জানান, ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার রহস্য জানা যাবে।