শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪১

ছিনতাইকারী গ্যাং লিডার সহ সদস্য আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারী গ্যাং লিডার তাকেরসহ আটজন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৫ কক্সবাজার এর সদস্যরা আর এই ঘটনা কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে। শুক্রবার (২৬ নভেম্বর) পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে। সন্ধ্যায় এক মেইল বার্তায় র‌্যাব-১৫ এর পক্ষ থেকে তথ্যটি জানানো হয়েছে।
এসময় তাদের কাছ থেকে পাঁচটি ছুরি ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে কলাতলী সৈকত কেন্দ্রিক পর্যটকসহ স্থানীয়দের বিভিন্ন মালামাল ছিনতাই করে যাচ্ছে। বিশেষ করে মোবাইল সেট ছিনতাই করে এসব ছিনতাইকারী। সুগন্ধা পয়েন্টস্থ প্রাসাদ প্যারাডাইস হোটেলের সামনে ঝাউবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব।