ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ মঙ্গলবার (২ নভেম্বর) জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন।
একই সঙ্গে সপ্তম ধাপের ৯টি পৌরসভার সাধারণ নির্বাচন, তিনটি পৌরসভার একটি করে কাউন্সিলর পদে উপনির্বাচন, কুমিল্লা সিটি করপোরেশনের ৫ নম্বর সাধারণ ওয়ার্ডে উপনির্বাচন এবং চারটি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন।
নির্বাচন কমিশন এই ধাপে ১০টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন সীমানাসংক্রান্ত জটিলতায় আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। অন্য যে ৯টি পৌরসভায় কাল ভোট হবে সেগুলো হলো নরসিংদী জেলার ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলা, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া। এর মধ্যে খাগড়াছড়ির রামগড় ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় ক্ষমতাসীন দলের মেয়র পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ অবস্থায় মেয়র পদে ভোট হবে সাতটি পৌরসভায়।
এ পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে দলীয় প্রতীকে কাউকে মনোনয়ন দেওয়া না হলেও কয়েকটিতে স্থানীয় বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।