ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গলায় ওড়না পেঁচিয়ে ঝুমুর মনি (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন চট্টগ্রামের হাটহাজারীতে।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, রফিকুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহম্মদ সওদাগরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ।
ঝুমুর মনি তোফায়েল আহম্মদ সওদাগরের বাড়ির মোজাহেরের মেয়ে। সে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি।
ওসি জনাব, রফিকুল ইসলাম বলেন, মায়ের অনুপস্থিতিতে ঘরের একটি রুমে মোবাইলে ভিডিও চালু করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
এ বিষয়ে ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়াম্যান আলী আকবর বলেন, গত ৫ মাস আগে ফটিকছড়ির ভুজপুর থানার শুয়াবিল এলাকার এক প্রবাসির সাথে পরিবারের অজান্তেই আকদ হয় তার। এর মধ্যে প্রবাসি ওই ব্যক্তির সাথে ঝুমুর মনির ফোনালাপ হয়। তবে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় তার মায়ের অনুপস্থিতিতে ঘরের একটি রুমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।