ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সমাজের সর্বস্তরে শান্তি, শৃংখলা, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার দুপুরে নেত্রকোনা জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে জেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষন কেন্দ্রে ২১ দিনব্যাপী অস্ত্রসহ ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) মৌলিক প্রশিক্ষন পুরুষ ২য় ধাপের সমাপনী অনুষ্ঠান হয়েছে।
সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং বারহাট্রা উপজেলা প্রশিক্ষক মো. তাজ উদ্দিনের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আবদুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, প্রশিক্ষনার্থী অলিউর রহমান অলি প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আবদুস সামাদ বলেন, প্রশিক্ষনলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে জনগনের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। ২য় ধাপের এই প্রশিক্ষনে ১০০ জন ভিডিপি সদস্যকে প্রশিক্ষন সম্পন্ন করা হলো।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”