ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইলিশের আমদানি বেড়েছে, তবে কমছেনা দাম এবং প্রতারিত হচ্ছেন বহু ক্রেতা, ফরিদপুরে এমন অভিযোগ বিস্তর।
ফরিদপুরে কয়েকটি বাজার ঘুরে জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধান ৩ গুণ ইলিশ মাছ আমদানি হয়েছে। কিন্তু কিছু সিন্ডিকেটের কাছে জিম্মি হওয়ার কারণে কোনোভাবেই কমছেনা দাম। এতে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। গত সপ্তাহে বাজারে ৫০০ গ্রাম সাইজের এক কেজি ইলিশ মাছ বিক্রি হয়েছে ৭০০ টাকা থেকে ৮০০ টাকা দরে। অন্যদিকে, ৭০০ থেকে ৮০০ গ্রাম ইলিশের প্রতি কেজি বিক্রি হয়েছে ১৩’শ টাকা থেকে ১৪ ‘শ টাকা দরে। পাঁশাপাশি এক কেজি অথবা দেড় কেজির একটু বেশী ওজনের ইলিশ বিক্রি হয়েছে প্রতি কেজি ১৫’শ টাকা থেকে ১৬’শ টাকা দরে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লা বাজার গিয়ে দেখা যায়, গত সপ্তাহের চেয়ে ইলিশের আমদানি প্রায় তিনগুণ। কিন্ত দামও বেশী আবার ক্রেতাও কম। প্রতারণাও অব্যাহত রয়েছে এমন অভিযোগ ক্রেতাদের।
এই বিষয়ে একজন মাছ ব্যবসায়ী নেতা বলেন, কি বলবো ভাই ক্রেতারা আসে বরিশালের মাছ কিনতে কিন্ত তারা কিনতে গিয়ে প্রতারণার শিকার হন। এ কারণে মানুষ বিরক্ত হয়ে মাছের কাছে যায় না। দেখা যায় বাজারে বহু ইলিশ কিন্ত ক্রেতা নাই।
ইলিশ মাছ কিনতে আসা শিবরামপুর এলাকার মোঃ রাসেল মিয়া অভিযোগ করে বলেন, বাজারে গোপন একটি ইলিশ সিন্ডিকেট থাকার কারণে ফরিদপুরবাসীর ভাগ্যে বরিশালের মজাদার রুপালী ইলিশ মাছ খুব একটা জুটেনা। কারণ, বাজার ৫/৬ জনের একটি ইলিশ সিন্ডিকেট চক্রটি বরিশালের ইলিশের বেশী দামে পেয়ে খুব গোপনে পশ্চিমাঞ্চালের জেলা অথবা রাজধানী ঢাকায় ফড়িয়াদের কাছে ডোপ ধরে বিক্রি করে দেয়।
ফরিদপুরবাসীর ভাগ্য বঞ্চিত করে যারা বরিশালের ইলিশ গোপনে কালোবাজারি করছেন, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্হা নেওয়া সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক জনাব, অতুল সরকার বলেন, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।