রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:৫২

ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে বঙ্গোপসাগরে। প্রতিদিন শত শত মাছধরা ট্রলার রুপালি ইলিশ নিয়ে তীরে ফিরে আসছে। মহিপুর, আলীপুর ও কুয়াকাটাসহ উপকূলীয় এলাকার মৎস্য বন্দর গুলোতেও ইলিশের ঝমঝমাট বেচাকেনা চলছে। বেড়েছে কর্মব্যাস্ততা। কুয়াকাটা ও মৎস্য বন্দর আলিপুর,মহিপুরে প্রায় দুই শতাধিক আড়ৎ রয়েছে।
এসব আড়তে প্রতি দিন প্রায় হাজার মেট্টিক টন মাছ বেচাকেনা হচ্ছে। দামও এখন হাতের নাগালে। বঙ্গোপসাগরে ইলিশ ধরা পড়ায় জেলেদের মুখে যেমন হাসি ফুটেছে তেমন সাধারন মানুষও কম দামে ইলিশের স্বাদ গ্রহন করতে পারছেন।
“মিজানুর রহমান অপু সংবাদদাতা পটুয়াখালী”