ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অনলাইন সামাজিক সংগঠন পুলকিত বাউফল এর উদ্দ্যেগে বাউফল উপজেলা ব্যাপি সরকারি বিধিনিষেধ মোতাবে মাইকিং ও মাস্ক বিতারন কর্মসূচি পালন করা হয়। উক্ত প্রোগ্রামে বাউফল পৌর সভায় মাস্ক বিতরন এর প্রোগ্রাম উদ্ভোধন করেন “পুলকিত বাউফল” গ্রুপের এডমিন মোঃ রিয়াজ শিকদার। পরবর্তীতে পর্যাক্রমে বিভিন্ন ইউনিয়ন এ পুলকিত বাউফল গ্রুপের সন্মানিত সভাপতি মোঃ জহির সরদার,সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, এডমিন মোঃ সোহেল ইঞ্জিনিয়ার, মডারেটর আর যে মোঃ সাইফুল ইসলাম মাস্ক বিতারন করেন৷
উক্ত মাস্ক কর্মসূচির বিষয় সভাপতি মোঃ জহির সরদার বলেন,’ আমরা মানবতার সেবায় এই সংগঠন করেছি, সমাজের সকল সমস্যা দুরীকরনে আমরা এগিয়ে আসবো আগামীতে ইনশাআল্লাহ। গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ ইসরাত হোসেন সোহাগ ও অর্থ সম্পাদক মো মেহেদী হাসান বলেন আমরা এরকম কাজ করে যাবো এবং সমাজের দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত থাকবো। সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন বলেন আমরা মাঠ পর্যায় জনগনের পাশে আছি এবং থাকবো। সমাজ সেবামুলক কাজ করে যাবো মানবতার কল্যানে।
অন্যদিকে,পুলকিত বাউফল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সালাহউদ্দিন সুবিন গ্রুপের সকল প্যানেল ও সেচ্ছাসেবী যারা শত ব্যাস্থতার মধ্যে থেকে নিজেকে বিলিয়ে দিচ্ছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন৷ বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন জীবনের মায়া ত্যাগ করে যারা সারা দিন পরিশ্রম করছেন সেচ্ছাসেবী- মোঃ হুমায়ুন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মিহাদ তালুকদার মোঃ রনিকে আন্তরিক ভালবাসা জ্ঞাপন করেছেন।
এছাড়াও প্যানেলঃ- মোসাঃ আফরোজা সুলতানা পুতুল, মোসাঃ নাসরিন হাসান (লিমা), মোসাঃ শামিমা শাম্মি শারমিন ইসলাম, মোসাঃ সুমাইয়া মিম,মোঃ নুরুজ্জামান বিপ্লব,সাংবাদিক এম.সাইদুর রহমান, মোঃ মর্তুজা, জি এম বাশার, ডাঃ জোবায়ের রাসেল,ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম, মোঃ সোহাগ হোসন
বলেন,, করোনাকালিন সময়ে মাস্ক বাধ্যতামূলক করা উচিত বলে মনে করেন তারা।
“পুলকিত বাউফল” অনলাইন সংগঠনটি যাতে সর্বদাই মানুষের কল্যানে / মানব সেবায় নিয়োজিত থাকে এমনটাই প্রত্যাশা করেন সকলে।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”