বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:৫৬

এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে পটুয়াখালীর দশমিনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোয়াল ঘরের সামনে থেকে হনুফা বেগম (৫০), নামের এক নারীকে গলায় ফাঁস দেয়া অবস্থায় মৃত লাশ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা পটুয়াখালী দশমিনা উপজেলার ৩ নং বেতাগী সানকিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রামবল্লব গ্রামে। মৃত হনুফা বেগম মোঃ আব্দুর রব সিকদারের স্ত্রী।ঘটনাটি গত (২৯-০৭-২০২১ ইং) তারিখ রাত ১১ টার পরে হইতে (৩০/০৭/২০২১ ইং) তারিখ ভোর রাতের ৪ টার মধ্যে যে কোন সময়।
পারিবারিক সুত্রে জানাগেছে, ভোর রাতে গোয়াল ঘরের আড়ার সাথে হনুফা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানাগেছে। এছাড়াও হনুফা বেগমের মৃত্যুর বিষয়টি তার আত্নীয় স্বজনের কাছে রহস্য জনক বলে জানান। এনিয়ে অত্র এলাকায় নানান গুঞ্জন চলছে, এবং একটি কুচক্রী মহল ফায়দা লুটে ঘটনার অবসান ঘটাতে চেষ্টা চালাচ্ছে বলে জানাগেছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, পরিবারটিতে পারিবারিক ঝামেলা ঝগড়াঝাটি লেগেই থাকতো এনিয়ে ইতিপূর্বে কয়েবার পুত্র হানিফা সিকদার (২৫), পুত্রবধূ টুলু বেগম, স্বামী আব্দুর রব সিকদার , মেয়ে লিজা (২০), মিলে হনুফা বেগম কে মারধর করে হাত ভেঙে দেয় এতে হনুফা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এবিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ জনাব, জসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক কিছু বলা যাবে না। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান।
“মিজানুর রহমান অপু সংবাদদাতা পটুয়াখালী”