ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিভিন্ন ইউনিয়নে এবং রাস্তায় রাস্তায় ঘুরে ও বিভিন্ন বাজারে বাজারে করোনা সচেতনতায় পটুয়াখালীর বাউফলের মাস্ক বিতরণ করছেন বাউফলের তরুন সমাজ নামে একটি অনলাইন গ্রুপ। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার পর্যন্ত বাউফল উপজেলার কালিশুরী বাজার, বগা বাজার, কনকদিয়া বাজার, কালাইয়া বাজার, বিলবিলাস বাজার, ধূলিয়া এবং বাউফল পৌরসভায় পর্যায়ক্রমে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বাউফলের তরুন সমাজ গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মোঃ মেহেদী হাসান বলেন, উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। কিন্তু কিছু মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে এখনও রয়েছে বেশ অনীহা। তাই মানুষকে সচেতন করতে বাউফলের তরুন সমাজ গ্রুপ আজকে রাস্তায় নেমেছে। করোনা ভাইরাস মুক্ত করতে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই আমাদের এই কার্যক্রম।
তিনি আরো বলেন, বাউফলের “তরুন সমাজ” গ্রুপ এখন থেকে সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে দাঁড়াবে এবং সমাজের সকল সেবামূলক কাজে তারা এগিয়ে আসবে।
বাউফলের “তরুন সমাজ” অনলাইন গ্রুপের পক্ষ থেকে নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক বিতরণ ও মানুষকে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা এবং বাস্তবায়ন করেন মোঃ মেহেদী হাসান, গোলাম মর্তুজা,মোঃ আল-আমীন মুন্না,মোঃ জাহিদুল ইসলাম,মোঃ মিল্লাত মল্লিক,মোসাঃ তানজিলা আফরিন,
মোঃ ফারুক হোসেন,মোঃ মারুফ রহমান, মোঃ আল-আমীন সিকদার,মোসাঃ নুসরাত জাহিদা,মোঃ শাকিল মাহামুদ এবং মুহম্মদ তানভীর খান সহ আরো অনেকে।
স্থানীয় ব্যাক্তিবর্গরা জানায়, বাউফলের তরুন সমাজ অনলাইন গ্রুপ যে কাজ করছেন,তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”