বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৯

করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালীতে দুই নারীসহ ৫ জনের মৃত্যু এবং নতুন শনাক্ত-১২৩ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে পটুয়াখালীতে। গতকাল বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় ২৯৬ টি নমুনা পরীক্ষা রেকর্ড সংখ্যক ১২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের শতকরা হার ৪১.৫৫ ভাগ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪২৫১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮৩ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৯ জন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ১৪০৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৬৩২ জন। আক্রান্তের দিক থেকে এগিয়ে সদর উপজেলা।
“মিজানুর রহমান অপু সংবাদদাতা পটুয়াখালী”