সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:১১

ডিবি পুলিশ ১০ জনকে জুয়ার আসর থেকে আটক করেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করেছে নেত্রকোনা ডিবি পুলিশ আর এই ঘটনা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তাদের জুয়ার আসর থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, হায়দার আলী খান, আবুল কালাম, মানিক মিয়া, ওয়াসিম মিয়া, হাবিবুর রহমান, আনু ফকির, আবদুল করিম, জিয়াউর রহমান, জনি রায় ও রুবেল তালুকদার।
এ সময় ওই আসর থেকে নগদ ১৭ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা ডিবির ওসি জনাব, এ টি এম মাহমুদুল হক জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।