শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:৫২

কঠোর লকডাউন বাস্তবায়নে বরিশাল নগরীতে সেনাবাহিনীর মোবাইল কোর্ট পরিচালনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কঠোর লকডাউন বাস্তবায়নে বরিশাল নগরীতে সকাল থেকে পুলিশের পাশাপাশি মাঠে আছে সেনাবাহিনী। সরকারি নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী মোবাইল কোর্টসহ করোনা ভাইরাস সংক্রম রোধে বিভিন্ন স্থানে সচেতন মুলক ভাবে একযোগে কাজ করে যাচ্ছে, এর মধ্যে বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন, শপিং মল, দোকানপাট। সকাল থেকেই ফাঁকা রয়েছে রাস্তাগুল। বরিশাল নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়ন শুরু করেছেন পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী। গত শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হলো কঠোর এই লকডাউন এবং উক্ত লকডাউন বহাল থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।