শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:১০

অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে নদীর তীর থেকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা ভোলার চরফ্যাসনের মেঘনা নদীর তীর থেকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেতুয়া লঞ্চঘাট এলাকার থেকে এই দুই মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানান, বেতুয়ার লঞ্চঘাট এলাকার প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে দুই ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। চরফ্যাসন থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এখন পর্যন্ত দুই মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ দুটির বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে।
প্রত্যক্ষদর্শী পর্যটক আরিফ জানান, সন্ধ্যার আগে বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে গিয়ে মেঘনা নদীর তীরে হাঁটার সময় প্রথমে একটি ভাসমান মরদেহ দেখতে পাই। পুলিশে খবর দিলে তারা আরও একটি মরদেহ দেখতে পান।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. মনির হোসেন মিয়া জানান, একটি ভাসমান মরদেহের খবর পেয়ে ওই স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর অনুমান বয়স নির্ধারণ করা গেলেও নাম পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি কোন জেলের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।