রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:১৯

৩ সন্তানসহ গৃহবধুর বিষপান এবং ১জনের মৃত্যু হয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিশুসহ একই পরিবারের ৪জন বিষপান করেছে কুরবানীর মাংস নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির জের ধরে আর এই ঘটনা কক্সবাজারের মহেশখালীতে। এতে মাইনুর (১৪) নামক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (২১ জুলাই) রাত ১১টার দিকে মহেশখালীর সিপাহী পাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়ীতে ঘটনাটি ঘটে।
প্রতিবেশীরা জানান, ইয়ার মোহাম্মদের বোনের বাসা থেকে কুরবানীর মাংস দেওয়া হলে সেটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই স্বামীর সাথে অভিমান করে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মাইনুর (১৪) ছেলে-মেয়েকে বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষ পান করেন মুরশেদা আক্তার।
পরে স্থানীয়রা ছেলে-মেয়েদের কান্নাকাটির আওয়াজ শুনতে পেয়ে গিয়ে দেখে দরজা বন্ধ। ডাকাডাকি করেও কোন খবর না পেলে তারা দরজা ভেঙ্গে প্রবেশ করে। চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। সেখানে মাইনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বাকিদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় এমইউপি সদস্য জকরিয়া।
মহেশখালীর থানার ওসি (তদন্ত) জনাব, আশিক ইকবাল বলেন, কুরবানী মাংসের জেরধরে একটি পরিবারের সবাই বিষপানের খবর পেলে আমিসহ মহেশখালী থানা পুলিশের একটি টিম গিয়ে পরিদর্শন করি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।