ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩০ হাজার ইয়াবাসহ আবুল কালাম (৪৫) নামের এক ব্যাটারী চালিত ইজিবাইক চালককে আটক করেছে বর্ডার গার্ড ব্যটালিয়ান (বিজিবি)’র সদস্যারা আর এই ঘটনা কক্সবাজারের উখিয়ায়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮ টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যার তল্লাশী চৌকি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। চালক রামু উপজেলার পশ্চিম চাকমারকুল গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার সীমান্ত থেকে কয়েক হাত রদবদল হয়ে এদেশের বিভিন্ন প্রান্তে ইয়াবা ছড়িয়ে পড়ছে। হাত বদলের মাধ্যমেই ব্যাটারি চালিত একটি লাল রংয়ের ইজিবাইক যোগে ইয়াবার চালানটি মরিচ্যা তল্লাশি ফাঁড়ি অতিক্রম করার সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু বিজিবির অবস্থান জানতে পেরে ইজিবাইক উল্টৈা ঘুরে মরিচ্যা-গোয়ালিয়া সড়ক দিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে বিজিবি সদস্যরা ধাওয়া দিলে ইজিবাইকটি ধানক্ষেতে উল্টে পড়ে। পরে ইজিবাইক তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
রামুর বিজিবি-৩০ ব্যটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল জনাব, ফারুক ইব্রাহিম বলেন, আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে থানায় সোপার্দ করা হয়েছে।