বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৭

আগুন লেগেছে রোহিঙ্গা শরণার্থী শিবিরে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে। এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া না গেলেও ৩০থেকে ৪০টি ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ জুলাই) রাত পৌনে আটটার দিকে বালুখালী শিবিরের ৯ নম্বর ক্যাম্পের বি-ব্লকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি জনাব, শিহাব কায়সার খান। তিনি বলেন, দমকল কর্মী ও এপিবিএন সদস্যদের সহযোগিতায় খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এর আগে ৩০থেকে ৪০টির মতো ঘর পুড়েগেছে।
তিনি আরোও বলেন, এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুনের সুত্রপাত কিভাবে তা জানতে একটু সময় লাগবে বলেও জানান এই কর্মকর্তা।