শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:২৭

দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে বরিশাল রুপাতলী বাসটার্মিনাল নিয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকারের ঘোষিত ১৪ দিনের লকডাউন শেষে গনপরিবহন চলাচল শুরু হয়। আজ সকাল থেকে এরই মধ্যে বরিশাল রুপাতলী বাসটার্মিনালে শ্রমিক ইউনিয়নের দু গ্রুপে মধ্যে মারামারি ঘটনা কেন্দ্র করে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিক নেতারা এতে বিপাকে পরে পথযাত্রী। তাছাড়া মহাসড়কের যানবহন চলাচল বন্ধ হয়ে যায় এবং পরে যানজট সৃষ্টি হয়। সুত্রে জানা যায়। রুপাতলী শ্রমিক ইউনিয়নের একটি কমিটি থাকলেও সম্প্রতি নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। অধিকাংশ শ্রমিক এই কমিটিকে অবৈধ হিসেবে দাবি করে আসলেও তারা বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে।
শ্রমিকেরা কথিত কমিটিকে মেনে নেয়নি। তারপরেও তারা জোরপূর্বক স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতে চাইছে।
এ ঘটনার পর কোতয়ালি থানা পুলিশের ওসি জনাব, নুরুল ইসলাম জানান, স্ট্যান্ডে এখন পরিবেশ শান্ত আছে। উভয়পক্ষের সাথে আলোচনা হয়েছে।