বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৪

বাউফলে ৯ ইউপির ১০৭ জন নবনির্বাচিত ইউপি সদস্যর শপথ গ্রহন অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলার ৯ ইউনিয়নের ১০৭জন নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক এম. সাইদুর রহমানের তথ্যের মাধ্যমে জানা যায় গেজেট সংক্রান্ত সমস্যার কারনে একজন সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করতে পারেননি। আজ (১৫ই জুলাই)বৃহস্পতিবার বেলা ১১ঘটিকার দিকে উপজেলা পরিষদ মিলয়নায়তনে এ শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরন করে শপথ বাক্য পাঠ করান বাউফল উপজেলার নির্বাহী অফিসার জনাব, জাকির হোসেন।
শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, আব্দুল মোতালেব হাওরাদার, ভাইস চেয়ারম্যান জনাব, মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম (নিশু)তালুকদার ,বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জনাব, আল-মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব, মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার জনাব, রিয়াজুল হক সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ।
উল্লেখ্য, ১০৮জন সদস্যের শপথ গ্রহন করার কথা থাকলেও উপজেলার ধূলিয়া ইউনিয়নের ৭.৮.৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে ভুল বশত গেজেটে সাজেদা স্থানে পরাজিত প্রার্থী আখির নাম লেখা হয়েছে বিধায় সে ওয়ার্ডের মহিলা সদস্যের শপথ হয়নি।