বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:৫৮

স্লুইসগেট নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আহত ৩২ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্লুইজগেটের নিয়ন্ত্রন নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় দু’দিন ধরে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৩২ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এতে উভয় পক্ষের অন্তত: ১৫ জন আহত হয়েছে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী খেয়াঘাট এলাকায় ফের সংঘর্ষে আরো ১৭ জন আহত হয়।
কলাপাড়া থানার ওসি জনাব, খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।