বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:৫০

ইয়াবা ও গাঁজাসহ দুইনজন আটক হয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল প‌রিমাণ ইয়াবা এবং গাজাসহ র‍্যাব-১২ অভিযান চালিয়ে হামিদুর রহমান (৪০) ও সাজ্জাদ হোসেন (৩৫) দুই মাদক ব‍্যাবসায়ীকে আটক ক‌রে‌ছে আর এই ঘটনা বগুড়ায়। রবিবার (১১ জুলাই) বিকাল ৫টায় বগুড়ার শাজাহানপুর উপ‌জেলার বি ব্লক এলাকা থে‌কে তা‌দের আটক করা হয়।
আটককরা হ‌লেন, পাবনা জেলার রামচন্দ্রপুর গ্রা‌মের মোস‌লেম উ‌দ্দি‌নের ছে‌লে হামিদুর রহমান ও কু‌মিল্লা জেলা তিতাস থানার আকা‌লিয়া গ্রা‌মের মৃত আব্দুল র‌ফের ছে‌লে সাজ্জাদ হোসেন
র‍্যাবের পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়, বগুড়া র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি জনাব, কিশোর রায় এর নেতৃত্বে তারা গোপন সংবা‌দে জান‌তে পা‌রেন ঢাকা থে‌কে ইয়াবা এবং গাঁজার এক‌টি বড় চালান বগুড়ায় আস‌ছে।
এরপর তারা শাজাহানপুরের বি-ব্লক এলাকার রুপালী ব্যাংকের সেনানিবাস শাখার সামনে আ‌গে থে‌কেই অবস্থান নি‌য়ে থা‌কে। বিকাল ৫টায় ইয়াবা ও গাঁজাবহনকারী পিকআপটি ঘটনাস্থ‌লে পৌছ‌লে থা‌মি‌য়ে পিকআ‌পে থাকা দু`জন‌কে জিজ্ঞাসাবাদ ক‌রে পিকআ‌পে তল্লাশী ক‌রে চা‌লি‌য়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা, ৪ কেজি গাঁজাসহ হামিদুর রহমান ও সাজ্জাদ হোসেনকে আটক ক‌রে।
সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে আ‌রো বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন স্বীকার ক‌রে‌ছে যে তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তা‌দের‌ বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজহানপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চল‌ছে।