ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তেল ও ব্যাটারি চুরির অভিযোগে রেলওয়ের পাঁচ কর্মচারিসহ ৭ জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) আর এই ঘটনা চট্টগ্রামে রেলওয়ের। এ সময় তাদের কাছ থেকে ৩৯টি বড় ব্যাটারি, ৫০০ লিটার ডিজেল ও মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
শনিবার বিকেলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট জনাব, সত্যজিৎ দাশ বিষয়টি জানান। এর আগে শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম ও মার্শাল ইয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট জনাব, সত্যজিৎ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন মো. জাবেদ হোসেন (২৫), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. মামুন (২৫), মো. পারভেজ (২১), সুমন শীল (৩৫), মো. আমজাদ হোসেন (৬৭) ও মো. শহীদ (৪৯)।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে একটি পিকআপ ভ্যানে রেলওয়ের নতুন ৩৯টি ব্যাটারি তোলা হয়। বিষয়টি জানতে পেরে আরএনবি’র সদস্যরা ঘটনাস্থনে আসেন। এ সময় ৩৯টি বড় ব্যাটারি, ৫০০ লিটার ডিজেল ও পিকআপ ভ্যানসহ চার ব্যক্তিকে আটক করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট জনাব, সত্যজিৎ দাশ বলেন, গভীর রাতে স্টেশন ও টাইগারপাসের মার্শাল ইয়ার্ড থেকে ৫০০ লিটার তেল ও ৩৯টি ব্যাটারি চুরির দায়ে রেলওয়ে ৫ কর্মচারীসহ বহিরাগত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে রেলওয়ের বিভিন্ন দামি যন্ত্রাংশ চুরি করে আসছে। তাদের বিরুদ্ধে ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।