বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:২৯

২২ মামলার আসামী গ্রেফতার, অস্ত্র ও মাদকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ২২ মামলার আসামী লস্কর প্রামানিককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ আর এই ঘটনা বগুড়ার ধুনট উপজেলায়। লস্কর প্রামানিক উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।
শুক্রবার ৯ জুলাই সকালের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বেড়েরবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, বগুড়া সদর, শাহাজাহানপুর, নন্দিগ্রাম, শেরপুর, সোনাতলা, গাবতলি ও ধুনট থানায় লস্কর প্রামানিকের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, চুরি, ছিনতাইসহ প্রায় ২২টি মামলা দায়ের হয়েছে। বর্তমানে মামলা গুলো আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলায় লস্কর প্রামানিক একাধিকবার গ্রেফতার হয়েছে। সে জামিনে মুক্তি পেয়ে আবারো একই অপরাধের সাথে জড়িয়ে পড়ে।
শুক্রবার রাতে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে লস্করকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে দুই গ্রাম হেরোইন উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কৃপা সিন্ধু বালা বলেন, লস্কর প্রামানিকের বিরুদ্ধে কমপক্ষে ২২টি মামলা রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য বিক্রয়কালে তাকে গ্রেফতার করে পুলিশ।