ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খাগড়াছড়ির জেলার সীমান্তবর্তী পানছড়ির লোগাং ইউনিয়নের পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাঁচ সন্তানের জননী স্ত্রী রুনালী ত্রিপুরা হত্যায় অভিযুক্ত স্বামীর নাম দহ কুমার ত্রিপুরা (৫৫)। দহ কুমার ত্রিপুরা, লোগাং ইউনিয়নের নীলাধন কার্বারী পাড়া রেবতি ত্রিপুরার ছেলে।
ছেলে শ্যামল ত্রিপুরা জানায়, কিছুদিন যাবত পিতা-মাতার মধ্যে বনিবনা হচ্ছিল না। নিয়মিত কলহ লেগে ছিল। গতকাল বিকাল থেকে অসংখ্যবার কথা কাটাকাটি হয়। আজ শুক্রবার ভোর ৫টার দিকে বাবা, গাছ কাটার দা দিয়ে মা-কে এলোপাতাড়ি কোপানোয় মা মারা যান।
নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মদ দুলাল হোসেন জানান, এই বিষয়ে স্ত্রীর ভাই থানায় ৩০২ ধারায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি পাঠানো হয়েছে। অভিযুক্তকে পানছড়ি বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।