শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১০:৫৭

৭ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুসহ আটক হয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশের হাতে ধরা পড়েছেন ভারতের দিল্লির উত্তর প্রদেশে বসবাস করা দুইরোহিঙ্গা পরিবাবের ৭ সদস্য। তারা কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অনুপ্রবেশ করে ধরা পড়েছেন।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে উখিয়ার কুতুপালং মধুরছরা ক্যাম্প-৩ এর ব্লক-জি/১ শেডের এফসিএন-১৫৫১৪১ নম্বর ধারি রহিমা খাতুনের ঘর হতে তাদের আটক করা হয়। ক্যাম্প সিআইসি তাদেরকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এর অধীন ট্রানজিট সেন্টারে প্রেরণ করেছেন। কুতুপালং ক্যাম্পে কর্মরত কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক জনাব, নাঈমুল হক এ তথ্য জানিয়েছেন।
আটক অনুপ্রবেশকারি রোহিঙ্গারা হলো, মিয়ানমারের আবিয়াব জেলার বুচিডং থানার কিয়াংবু এলাকার মৃত মকবুল আহম্মেদের ছেলে মোহাম্মদ আমিন (৩৫), তার স্ত্রী খতিজা বেগম (২৭) এবং মেয়ে বিবি হাফছা (১২) ও একই এলাকার ছলিম মাহাম্মুদের ছেলে আব্দুর রহমান (২৭), তার স্ত্রী সামজিদা (২৫) এবং ছেলে মোহাম্মদ ওমর (৫), মেয়ে ইয়াছমিন ফাতেমা (৮)। তারা ভারতের দিল্লীর উত্তর প্রদেশের ছম্ভল, মুরাদাবাদ এলাকায় বাস করতো।