শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:৪১

অগ্নিকান্ড হয়েছে একটি বেসরকারী হাসপাতালে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে আর এই ঘটনা মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায়। মঙ্গলবার (৬ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে জেলা পুলিশ।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মানিকগঞ্জের আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে আসে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি আরোও জানান, হাসপাতালটিতে চিকিৎসাধীন ১৫ রোগীকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো জানা যায়নি।