বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:০৫

আসামি গ্রেপ্তার হয়েছে হত্যার তিন ঘণ্টার পরে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক গৃহবধূকে পিটিয়ে হত্যার তিন ঘণ্টা পরে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ আর এই ঘটনা মানিকগঞ্জের হরিরামপুরে। জেলা পুলিশ সুপার জনাব, রিফাত রহমান শামীমের নির্দেশনায় শিবালয় উপজেলার ফেচুয়াধারা বাজার হতে আসামি রফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করে হরিরামপুর থানা পুলিশ।
রবিবার (৪ জুলাই) উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামে সকালে আনুমানিক ৬ টার দিকে বাঁশ দিয়ে পিটিয়ে নাজমা আক্তার(৪০) নামের এই গৃহবধূকে হত্যা করা হয়।
নিহত নাজমা আক্তার ঐ গ্রামের ইসলাম সর্দারের স্ত্রী এবং শিবালয় উপজেলার মালুচী গ্রামের কাশেম আলীর ছোট মেয়ে।
জানা যায়, ক্ষেতে পানি ওঠায় নাজমা বেগম নৌকা নিয়ে মরিচ তুলতে যাচ্ছিলেন। তার জমির পাশেই রফিকুলের ধানক্ষেত। নৌকা নিয়ে ধানক্ষেতের পাশ দিয়ে যাবার সময় নাজমার সাথে প্রতিবেশী রফিকুলের কথা কাটাকাটি হয়।
এ সময় রফিকুল বাঁশ দিয়ে পিটিয়ে নাজমাকে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসাপাতালে নিয়ে যেতে বলেন। পরবর্তীতে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার নিহত নাজমা বেগমের ছেলে মোঃ জনি মিয়া (১৯) হরিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরপর হরিরামপুর থানা পুলিশ তিন ঘন্টার মধ্যে নাজমা বেগমের হত্যাকারী মোঃ রফিক মিয়াকে বিভিন্ন তথ্য প্রযুক্তি ও সোর্সিংয়ের মাধ্যমে মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন ফেচুয়াধারা বাজার থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব, সৈয়দ মিজানুর ইসলাম জানান, আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামী বিজ্ঞ আদালতে স্বীকারুক্তি মূলক জবানবন্দি প্রদান করে। মামলাটি তদন্তাধীন। মামলাটি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্তে অভিযোগপত্র দাখিল করা হবে।