ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিষিদ্ধ চায়না দৌয়ার জালসহ একটি পিকআপ আটক করে পৌরসভার ট্রাফিক সদস্যরা আর এই ঘটনা সিরাজগঞ্জের শাহজাদপুরে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮৪ পিচ চায়না দৌয়ার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, সোমবার (০৫ জুলাই) শাহজাদপুর পৌরসভা কারালয়ের সামনে পৌর ট্রাফিক একটি মালবাহী পিকআপ ভ্যানকে থামায়।
পরে সেখানে নিষিদ্ধ চায়না দৌয়ার জাল দেখতে পেয়ে সেগুলো আটকায় এবং পৌর কর্তৃপক্ষের মাধ্যমে উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীকে খবর দেন।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভুমি) জনাব, মোঃ মাসুদ হোসেন কে জানান।
পরে সহকারী কমিশনার (ভুমি) জনাব, মোঃ মাসুদ হোসেন এবং এসআই আবু তাহের সহ পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তৎক্ষনিক ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাল ব্যাবসায়ী উপজেলার গুপিনাথপুর গ্রামের হাজী মোঃ দুলালের ছেলে ইয়ামিন (২৬) কে ৫ হাজার টাকা জরিমানা ও আটককৃত ১৮৪ পিচ নিষিদ্ধ চায়না দৌয়ার জাল পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন।
পরে পাইলট হাইস্কুল মাঠে জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী ও সহকারি কমিশনার (ভুমি) জনাব, মাসুদ হোসেন এর উপস্থিতিতে ১৮৪ পিচ নিষিদ্ধ চায়না দৌয়ার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।