ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গরম ছ্যাঁকা দিয়ে আট বছর বয়সী শিশুকে নির্যাতনের অভিযোগে সৎ মা ও নানিকে আটক করেছে পুলিশ আর এই ঘটনা চট্টগ্রামে। শনিবার তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।
এর আগে, শুক্রবার নগরের পতেঙ্গা থানার দক্ষিণ পাড়া এলাকার নজির আহাম্মদের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সৎ মা সালেহা বেগম ও নানী কমলা বেগম।
পুলিশ জানায়, ২৪ জুন সকালে শিশু তাকওয়া ইসলাম ইভাকে ময়লা ফেলতে বাইরে পাঠান সৎ মা সালেহা বেগম। ওই সময় শিশুটির বাবা বাসায় ছিলেন না। কিন্তু শিশু ইভা ময়লা ফেলে বাসায় আসতে দেরি করায় তাকে মারধর করেন সৎ মা সালেহা ও নানি কমলা বেগম। মারধরের একপর্যায়ে পাশে থাকা একটি ছুরি চুলায় গরম করে শিশুটির হাতে ও পিঠে গরম ছ্যাঁকা দেন তারা।
এতে আহত শিশুটিকে চিকিৎসা না দিয়ে এক সপ্তাহ বাসায় রেখে দেন। পরে শুক্রবার শিশুটির দাদি সাগরিকা বেগম বিষয়টি পুলিশকে জানান।
পতেঙ্গা থানার ওসি জনাব, জোবায়ের সৈয়দ বলেন, অভিযোগ পেয়ে নির্যাতনের আলামত হিসেবে ছুরিটি উদ্ধারের পাশাপাশি সৎ মা ও নানিকে আটক করা হয়। মামলার পর শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।