ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই ব্যক্তিকে আটক করেছে প্রায় দুই মন গাঁজাসহ র্যাব সদস্যরা আর এই ঘটনা পাবনায়। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। শনিবার মধ্যরাতে তাদের আটক ও ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোরুক মন্ডপ নাওডাঙ্গা গ্রামের মনসুর আলীর ছেলে মিজানুর রহমান (২৬) ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিচু কলোনী এলাকার শেখ শহিদের ছেলে জয়নাল আবেদীন (২৫)।
রোববার বেলা এগারোটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার জনাব, আমিনুল কবীর তরফদার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পাবনা সদর উপজেলার গাছপাড়া মোড়ে চেকপোষ্ট স্থাপন করা হয়। এ সময় একটি ট্রাক থামিয়ে তল্লাসীকালে ৭৭ কেজি গাঁজা উদ্ধার ও দুইজনকে
আটক করে র্যাব সদস্যরা। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।
র্যাবের দাবি, তারা মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলায় গাঁজা কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।