শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:২৪

দুই শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডোবার পানিতে ডুবে রাতুল (৩) ও রিশামনি (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে আর এই ঘটনা ফরিদপুরের ভাঙ্গায়। সোমবার (২৮ জুন) বিকেলে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের খাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। রাতুল ও রিশামনি সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন।
নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ফজলুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (২৭ জুন) সৌদি প্রবাসী শরীয়তপুর সদর উপজেলার দশরশি গ্রামের তফাজ্জল হোসেনের কন্যা রিশামনি তার মামা বাড়িতে বেড়াতে আসে এবং বিকেলে সে তার মামাতো ভাই রাতুলকে নিয়ে বাড়ি সংলগ্ন বাগানে বসে খেলা করছিল।
এসময় অসাবধানতাবশত দুই জনই পাশের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদেরকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে রাতে ডোবার পানিতে তাদেরকে ভাসমান অবস্থায় দেখতে পায়।
এসময় দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।